Galaxy Note 10 Screen Protector Tempered Glass,

Tuesday, May 1, 2018

মানবদেহের এমন অনেক উপকারে লাগে মধু তাই নিয়মিত খাবার তালিকায় আজ থেকেই যোগ করুন মধু

গরম কিংবা ঠান্ডা সব সময়ের জন্যই মধু একটি কার্যকরী উপাদান। প্রকৃতির অমূল্য দান মধুর মধ্যে রয়েছে অসামান্য জীবাণু বিরোধী গুণাবলী তাই মধুকে বলা হয় সর্বরোগের প্রতিষেধক। এই গরমে ডাইরিয়া ও পানিশুন্যতা রোধে ব্যবহার করুন মধু। গরমে বাইরে থেকে ফিরে ১ লিটার পানির মধ্যে ৫০মিলি মধু মিশিয়ে পান করুন, আপনার শরীররে পানিশুন্যতা সহ ক্লান্তি দুর হবে। দৈনিক ১ অথবা ২ চামচ নিয়মিত মধু আপনার মানসিক ও শারিরিক দুর্বলতা দুর করবে। মস্তিষ্কের দুর্বলতা কমাতে ও ভাল ঘুম পেতে এক গ্লাস দুধের মধ্যে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিয়মিত পান করুন।
মানবদেহের এমন অনেক উপকারে লাগে মধু তাই নিয়মিত খাবার তালিকায় আজ থেকেই যোগ করুন মধু।


পৃথিবীর সব সুন্দর যেন বাসা বেধেঁছে বাংলার পরে

নামের মাঝেই বাংলার মাটির গন্ধ যেন নাকে এসে
লাগে।
পৃথিবীর সব সুন্দর যেন বাসা বেধেঁছে বাংলার পরে।
নয়ন জুড়ানো দৃশ্য আর স্রষ্ঠার সৃষ্টিতে ঘিরে আছে। আমার বাংলা মায়ের কোল। রুপ সুধা দেখে চোখ ক্লান্ত হবে।
হৃদয় তবু বলিবে বারেবার ও চোখ তুমি বুঝে যেওনা। আমি বাংলা মায়ের রুপ দেখিতে ব্যকুল ও চোখ তুমি ক্লান্ত হইয়ো না।
সম্মানীত এডমিন ও গ্রুপের প্রানপ্রিয় সদস্যবৃন্দ সকল
বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সবার ঐকান্তিক ও নিরলশ প্রচেষ্টায় এই গ্রুপের পদচারণা শুরু।
দেশমাতৃকার টানে বাংলার হাজারো অজানা তথ্য, সবার মাঝে তুলে ধরার এবং বাঙালী জাতির গর্বের কথা ও ঐতিহ্য সকলের সামনে উন্মুক্ত করার
মহৎ প্রচেষ্টা নিয়ে গ্রুপ যাত্রা করেছে কয়েকজন এডমিন মহোদয়
গ্রুপের যা কিছু মন্দ ভাল তার পুরোটাই নিয়ন্ত্রন
করবে সম্মানীত সদস্যবৃন্দ।
গ্রুপের এডমিনগন কেবলই প্রতিষ্ঠাতা ব্যতীত কিছুই
না।
তাদের হৃদয় জুড়ে আছেন সদস্যরা।
স্বল্পজ্ঞানের কিংবা অধিক গুন সম্পন্ন ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত এই গ্রুপের সিংহভাগ স্থান সদস্যদের অংশীদারিত্ব্য।
জীব, জীবন ও তার রুপ সৌন্দর্য বৃদ্ধি করার পুরো
দায়িত্ব সম্মানীত সদস্যগনদের।
সদস্যগণ নিজ বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের পূর্নতায় এই গ্রুপকে আগে বাড়িয়ে নিয়ে যাবে।
সমাজ স্বীকৃত সর্বজন সমাদৃত এবং মননশীল পোষ্টে
লাখো মানুষের হৃদয় জয় করে নেবে এটাই প্রত্যাশা।
অশ্লীল এবং অনৈতিক পোষ্ট কখনোই সাফল্য বয়ে আনবে না।
ক্ষনিক আনন্দ হয়তো দিতে পারে রং লাগানো পোষ্ট
কিন্তু তা কখনোই স্থায়ী হবে না কারো মনে।
ধির লয়ে এগিয়ে যেতে হবে উচ্চ শিখরে পৌছাতে হলে আর তা অবশ্যই হতে হবে সকল সমাজ সমাদৃত। সম্মানীত সদস্যবৃন্দ আপনাদের মননশীল পোষ্টই হবে আপনাদের ব্যক্তি পরিচয়।
জীব, জীবন ও পরিবেশের রুপকার আপনারা।যেমন সাজাবেন তেমনই সাজবে।
যেমন পোষ্ট করবেন আপনারা ঠিক যেন
তেমনই উপস্থাপন হবে সবের তরে।
সব ভাল মন্দের ভার প্রানপ্রিয় সদস্যদের উপর।
কু-রুচীপূর্ন বিবেকহীন অমানবিক পোষ্ট আপনাকে
কেবলই আস্তাকুড়ে নিয়ে যাবে।
সুন্দর সাবলীল ও মার্জিত পোষ্ট আপনাকে বাচিঁয়ে রাখবে আজন্মকাল।
আপনার দেয়া উপহার যেন হাজার জনের হৃদয়কে
জাগিয়ে তোলে এবং ভাল কিছুর অনুপ্রেরনা যোগায়
এই কামনাই করি।

কেউ য‌দি উপকা‌রের প্র‌তিদান দাবী ক‌রে

কেউ য‌দি উপকা‌রের প্র‌তিদান দাবী ক‌রে , তা' হ‌লে‌তো প্রশ্ন আসে আপনার এই উপকা‌রের পেছ‌নে কি স্বার্থ ছিল ? এটা‌তো আপ‌নি উপকার গ্রহীতার দুর্বল মুহূ‌র্তে , দয়া‌র্দ্রতার মোড়‌কে --- তা'কে সারাজীবন আপনার নিকট ঋণী বা নৈ‌তিকভা‌বে দুর্বল রাখার জন্যই ---- এই উপকার না‌মের কর্ম‌টি সু‌কৌশ‌লে সম্পন্ন ক‌রে‌ছি‌লেন ।
যেমন ---১, আপ‌নি য‌দি কোন অবিবা‌হিতা মে‌য়ের জন্য একটা পাত্র দে‌খি‌য়ে দি‌লেন । এটাও কিন্তু একজন অবিবা‌হিতা মে‌য়ের গোটা প‌রিবা‌রের জন্য বড় উপক‌ার । কিন্তু ভ‌বিষ্য‌তে য‌দি , এই মে‌য়েটা বা তার প‌রিবা‌রের কোন ব্যবহা‌রে --- আপ‌নি এই নি‌য়ে খোঁটা দেন , তা'হ‌লে স্বাভা‌বিকভা‌বে প্রশ্ন আসে , কেন এই মে‌য়েটা বা তার প‌রিবা‌রের জন্য এই উপকারটা কর‌তে গে‌লেন ?
২ , কাউ‌কে কোন দু:সম‌য়ে ধার বা ঋণ দি‌লেন । ঋণ গ্রহীতা য‌দি অপরাগতার কার‌ণে , ঐ ঋণ য‌দি স‌ঠিক সম‌য়ে প‌রি‌শোধ কর‌তে না পা‌রে কিংবা তা‌কে এই ঋণ প্রদা‌নের কথা কোন কার‌ণে ঈর্ষা‌ন্বিত হ‌য়ে প্রত্যক্ষ বা প‌রোক্ষভা‌বে স্মরণ ক‌রি‌য়ে দেন , তা'হ‌লে , বুঝ‌তে হ‌বে ----এই ধার দেয়ার পেছ‌নে আপনার কোন বি‌শেষ উদ্দেশ্য ছিল । বুঝ‌তে হ‌বে , ভ‌বিষ্য‌তে কোন কারণে ঋণ গ্রহীতা য‌দি আপনার অবাধ্য হ‌য় ---- তা'‌কে ঐ ঋণ প্রদ‌ানের কথা স্মরণ ক‌রি‌য়ে নৈ‌তিকভা‌বে দুর্বল ক‌রে আপনার ব‌শে আনার জন্যই মূলত: ঐ ঋণ দি‌য়ে‌ছি‌লেন । এখা‌নেও আপনার উপকা‌রের একটা স্বার্থ জ‌ড়িত ছিল ।
৩, কোন মে‌য়ের জন্ম‌দি‌নে স্বপ্র‌ণো‌দিত হ‌য়ে , খেজুর খাই‌য়ে তার জন্য মস‌জি‌দে দোয়া মাঙ্গ‌লেন । এটাও কিন্তু একটা উপকার । কিন্তু এই কর্মটা কেন সে‌দিন সম্পন্ন ক‌রে‌ছি‌লেন ---- তা' একমাত্র উপরওয়ালায় অবগত আছেন । কিন্তু আমরা ধ‌রে নিলাম একটা উপকার ক‌রে‌ছেন । কিন্তু তার বি‌নিম‌য়ে ঐ মে‌য়েটা আপনা‌কে কি দি‌তে পা‌রে বলুন কিংবা এর বি‌নিম‌য়ে ঐ মে‌য়েটার কাছ থে‌কে কি না‌ পে‌য়ে FB -‌ তে প্রত্যক্ষ বা প‌রোক্ষভাবে ম‌নের ঝাল মেটা‌লেন ----- তা'‌ কিন্ত বোধগম্য নয় ।
কেউ য‌দি উপকা‌রের প্র‌তিদান দাবী ক‌রে , তা' হ‌লে‌তো প্রশ্ন আসে আপনার এই উপকা‌রের পেছ‌নে কি স্বার্থ ছিল ? এটা‌তো আপ‌নি উপকার গ্রহীতার দুর্বল মুহূ‌র্তে , দয়া‌র্দ্রতার মোড়‌কে --- তা'কে সারাজীবন আপনার নিকট ঋণী বা নৈ‌তিকভা‌বে দুর্বল রাখার জন্যই ---- এই উপকার না‌মের কর্ম‌টি সু‌কৌশ‌লে সম্পন্ন ক‌রে‌ছি‌লেন ।
যেমন ---১, আপ‌নি য‌দি কোন অবিবা‌হিতা মে‌য়ের জন্য একটা পাত্র দে‌খি‌য়ে দি‌লেন । এটাও কিন্তু একজন অবিবা‌হিতা মে‌য়ের গোটা প‌রিবা‌রের জন্য বড় উপক‌ার । কিন্তু ভ‌বিষ্য‌তে য‌দি , এই মে‌য়েটা বা তার প‌রিবা‌রের কোন ব্যবহা‌রে --- আপ‌নি এই নি‌য়ে খোঁটা দেন , তা'হ‌লে স্বাভা‌বিকভা‌বে প্রশ্ন আসে , কেন এই মে‌য়েটা বা তার প‌রিবা‌রের জন্য এই উপকারটা কর‌তে গে‌লেন ?
২ , কাউ‌কে কোন দু:সম‌য়ে ধার বা ঋণ দি‌লেন । ঋণ গ্রহীতা য‌দি অপরাগতার কার‌ণে , ঐ ঋণ য‌দি স‌ঠিক সম‌য়ে প‌রি‌শোধ কর‌তে না পা‌রে কিংবা তা‌কে এই ঋণ প্রদা‌নের কথা কোন কার‌ণে ঈর্ষা‌ন্বিত হ‌য়ে প্রত্যক্ষ বা প‌রোক্ষভা‌বে স্মরণ ক‌রি‌য়ে দেন , তা'হ‌লে , বুঝ‌তে হ‌বে ----এই ধার দেয়ার পেছ‌নে আপনার কোন বি‌শেষ উদ্দেশ্য ছিল । বুঝ‌তে হ‌বে , ভ‌বিষ্য‌তে কোন কারণে ঋণ গ্রহীতা য‌দি আপনার অবাধ্য হ‌য় ---- তা'‌কে ঐ ঋণ প্রদ‌ানের কথা স্মরণ ক‌রি‌য়ে নৈ‌তিকভা‌বে দুর্বল ক‌রে আপনার ব‌শে আনার জন্যই মূলত: ঐ ঋণ দি‌য়ে‌ছি‌লেন । এখা‌নেও আপনার উপকা‌রের একটা স্বার্থ জ‌ড়িত ছিল ।
৩, কোন মে‌য়ের জন্ম‌দি‌নে স্বপ্র‌ণো‌দিত হ‌য়ে , খেজুর খাই‌য়ে তার জন্য মস‌জি‌দে দোয়া মাঙ্গ‌লেন । এটাও কিন্তু একটা উপকার । কিন্তু এই কর্মটা কেন সে‌দিন সম্পন্ন ক‌রে‌ছি‌লেন ---- তা' একমাত্র উপরওয়ালায় অবগত আছেন । কিন্তু আমরা ধ‌রে নিলাম একটা উপকার ক‌রে‌ছেন । কিন্তু তার বি‌নিম‌য়ে ঐ মে‌য়েটা আপনা‌কে কি দি‌তে পা‌রে বলুন কিংবা এর বি‌নিম‌য়ে ঐ মে‌য়েটার কাছ থে‌কে কি না‌ পে‌য়ে FB -‌ তে প্রত্যক্ষ বা প‌রোক্ষভাবে ম‌নের ঝাল মেটা‌লেন ----- তা'‌ কিন্ত বোধগম্য নয় ।
এরূপ আরও অনেক উপকা‌রের কথা বলা যায় , যা কিনা উপকারকারী উপকা‌রের না‌মে মানু‌ষের নৈ‌তিক স্বাধীনতা‌কে হরণ ক‌রে ।
সোজা কথা , উপকা‌রের কোন বি‌নিময় নেই । য‌দি কোন বি‌নিময় আশা ক‌রেন , ত‌া' হ‌বে ঘৃণ্য স্বার্থপরতা ।

আমার খাতায়, প্রতি পাতায়, প্রতি কবিতায়



আমার খাতায়, প্রতি পাতায়, প্রতি কবিতায়
তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়,
তুই আমার দেশরে,,
আমার প্রানে বাজে তোরই অহংকার,
আমার গানের সুরে মাগো তোরই অভিসার,
আমি তোর নিবির মায়াতে
আমি তোর স্নেহের
ছায়াতে ভালবাসার ছবি আঁকি,
পদ্মা, মেঘনা যমুনায়
তুই আমার প্রেমরে মা,
আমি তোর সবুজ আঁচলে
চিরদিনের স্বপ্ন দেখি মুক্ত আঙ্গিনায়
তুই আমার মা রে ও মা বাংলাদেশ,