Galaxy Note 10 Screen Protector Tempered Glass,

Tuesday, May 1, 2018

পৃথিবীর সব সুন্দর যেন বাসা বেধেঁছে বাংলার পরে

নামের মাঝেই বাংলার মাটির গন্ধ যেন নাকে এসে
লাগে।
পৃথিবীর সব সুন্দর যেন বাসা বেধেঁছে বাংলার পরে।
নয়ন জুড়ানো দৃশ্য আর স্রষ্ঠার সৃষ্টিতে ঘিরে আছে। আমার বাংলা মায়ের কোল। রুপ সুধা দেখে চোখ ক্লান্ত হবে।
হৃদয় তবু বলিবে বারেবার ও চোখ তুমি বুঝে যেওনা। আমি বাংলা মায়ের রুপ দেখিতে ব্যকুল ও চোখ তুমি ক্লান্ত হইয়ো না।
সম্মানীত এডমিন ও গ্রুপের প্রানপ্রিয় সদস্যবৃন্দ সকল
বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সবার ঐকান্তিক ও নিরলশ প্রচেষ্টায় এই গ্রুপের পদচারণা শুরু।
দেশমাতৃকার টানে বাংলার হাজারো অজানা তথ্য, সবার মাঝে তুলে ধরার এবং বাঙালী জাতির গর্বের কথা ও ঐতিহ্য সকলের সামনে উন্মুক্ত করার
মহৎ প্রচেষ্টা নিয়ে গ্রুপ যাত্রা করেছে কয়েকজন এডমিন মহোদয়
গ্রুপের যা কিছু মন্দ ভাল তার পুরোটাই নিয়ন্ত্রন
করবে সম্মানীত সদস্যবৃন্দ।
গ্রুপের এডমিনগন কেবলই প্রতিষ্ঠাতা ব্যতীত কিছুই
না।
তাদের হৃদয় জুড়ে আছেন সদস্যরা।
স্বল্পজ্ঞানের কিংবা অধিক গুন সম্পন্ন ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত এই গ্রুপের সিংহভাগ স্থান সদস্যদের অংশীদারিত্ব্য।
জীব, জীবন ও তার রুপ সৌন্দর্য বৃদ্ধি করার পুরো
দায়িত্ব সম্মানীত সদস্যগনদের।
সদস্যগণ নিজ বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের পূর্নতায় এই গ্রুপকে আগে বাড়িয়ে নিয়ে যাবে।
সমাজ স্বীকৃত সর্বজন সমাদৃত এবং মননশীল পোষ্টে
লাখো মানুষের হৃদয় জয় করে নেবে এটাই প্রত্যাশা।
অশ্লীল এবং অনৈতিক পোষ্ট কখনোই সাফল্য বয়ে আনবে না।
ক্ষনিক আনন্দ হয়তো দিতে পারে রং লাগানো পোষ্ট
কিন্তু তা কখনোই স্থায়ী হবে না কারো মনে।
ধির লয়ে এগিয়ে যেতে হবে উচ্চ শিখরে পৌছাতে হলে আর তা অবশ্যই হতে হবে সকল সমাজ সমাদৃত। সম্মানীত সদস্যবৃন্দ আপনাদের মননশীল পোষ্টই হবে আপনাদের ব্যক্তি পরিচয়।
জীব, জীবন ও পরিবেশের রুপকার আপনারা।যেমন সাজাবেন তেমনই সাজবে।
যেমন পোষ্ট করবেন আপনারা ঠিক যেন
তেমনই উপস্থাপন হবে সবের তরে।
সব ভাল মন্দের ভার প্রানপ্রিয় সদস্যদের উপর।
কু-রুচীপূর্ন বিবেকহীন অমানবিক পোষ্ট আপনাকে
কেবলই আস্তাকুড়ে নিয়ে যাবে।
সুন্দর সাবলীল ও মার্জিত পোষ্ট আপনাকে বাচিঁয়ে রাখবে আজন্মকাল।
আপনার দেয়া উপহার যেন হাজার জনের হৃদয়কে
জাগিয়ে তোলে এবং ভাল কিছুর অনুপ্রেরনা যোগায়
এই কামনাই করি।

No comments:

Post a Comment