গরম কিংবা ঠান্ডা সব সময়ের জন্যই মধু একটি কার্যকরী উপাদান। প্রকৃতির অমূল্য দান মধুর মধ্যে রয়েছে অসামান্য জীবাণু বিরোধী গুণাবলী তাই মধুকে বলা হয় সর্বরোগের প্রতিষেধক। এই গরমে ডাইরিয়া ও পানিশুন্যতা রোধে ব্যবহার করুন মধু। গরমে বাইরে থেকে ফিরে ১ লিটার পানির মধ্যে ৫০মিলি মধু মিশিয়ে পান করুন, আপনার শরীররে পানিশুন্যতা সহ ক্লান্তি দুর হবে। দৈনিক ১ অথবা ২ চামচ নিয়মিত মধু আপনার মানসিক ও শারিরিক দুর্বলতা দুর করবে। মস্তিষ্কের দুর্বলতা কমাতে ও ভাল ঘুম পেতে এক গ্লাস দুধের মধ্যে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিয়মিত পান করুন।
মানবদেহের এমন অনেক উপকারে লাগে মধু তাই নিয়মিত খাবার তালিকায় আজ থেকেই যোগ করুন মধু।
No comments:
Post a Comment