আমার খাতায়, প্রতি পাতায়, প্রতি কবিতায়
তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়,
তুই আমার দেশরে,,
আমার প্রানে বাজে তোরই অহংকার,
আমার গানের সুরে মাগো তোরই অভিসার,
আমি তোর নিবির মায়াতে
আমি তোর স্নেহের
ছায়াতে ভালবাসার ছবি আঁকি,
পদ্মা, মেঘনা যমুনায়
তুই আমার প্রেমরে মা,
আমি তোর সবুজ আঁচলে
চিরদিনের স্বপ্ন দেখি মুক্ত আঙ্গিনায়
তুই আমার মা রে ও মা বাংলাদেশ,
তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়,
তুই আমার দেশরে,,
আমার প্রানে বাজে তোরই অহংকার,
আমার গানের সুরে মাগো তোরই অভিসার,
আমি তোর নিবির মায়াতে
আমি তোর স্নেহের
ছায়াতে ভালবাসার ছবি আঁকি,
পদ্মা, মেঘনা যমুনায়
তুই আমার প্রেমরে মা,
আমি তোর সবুজ আঁচলে
চিরদিনের স্বপ্ন দেখি মুক্ত আঙ্গিনায়
তুই আমার মা রে ও মা বাংলাদেশ,
No comments:
Post a Comment