ইচ্ছে করে তোমায় নিয়ে
সাগর দিই পাড়ি,
ইচ্ছে করে তোমায় নিয়ে
চাঁদে গড়ি বাড়ি।
সাগর দিই পাড়ি,
ইচ্ছে করে তোমায় নিয়ে
চাঁদে গড়ি বাড়ি।
ইচ্ছে করে তোমার কোলে শুয়ে
গুনি স্বপ্নতারা,
ইচ্ছে করে বৃষ্টিতে ভিজি তোমায় নিয়ে
সর্দি আনি ভাড়া।
গুনি স্বপ্নতারা,
ইচ্ছে করে বৃষ্টিতে ভিজি তোমায় নিয়ে
সর্দি আনি ভাড়া।
ইচ্ছে করে কবিতা লিখি তোমার
মায়াবী আঁখির ঐ ছন্দে,
ইচ্ছে করে হারিয়ে যাই
তোমার ভেজা চুলের গন্ধে।
মায়াবী আঁখির ঐ ছন্দে,
ইচ্ছে করে হারিয়ে যাই
তোমার ভেজা চুলের গন্ধে।
ইচ্ছে করে রাগিয়ে তোমায়
আচর এঁকে দিই গালে,
ইচ্ছে করে কৃষ্ণ সেজে
বাঁশি বাজাই কদম ডালে।
আচর এঁকে দিই গালে,
ইচ্ছে করে কৃষ্ণ সেজে
বাঁশি বাজাই কদম ডালে।
ইচ্ছে করে তোমার খোপায়
গোলাপ হয়ে ফুটি,
ইচ্ছে করে তোমার মিষ্টি হাসি
বৃষ্টি হয়ে লুটি।
গোলাপ হয়ে ফুটি,
ইচ্ছে করে তোমার মিষ্টি হাসি
বৃষ্টি হয়ে লুটি।
ইচ্ছে করে তোমার চাঁদ বদনে
শোভার হই মাঝি,
রূপ গহ্বরের ঐ কারুকাজে
যুদ্ধে জেতা গাজী।
শোভার হই মাঝি,
রূপ গহ্বরের ঐ কারুকাজে
যুদ্ধে জেতা গাজী।
ইচ্ছে করে জোৎস্না হয়ে
তোমার অঙ্গে করি বাস,
শুধু চাইনা তোমার চোখে
আমার সর্বনাশ।
তোমার অঙ্গে করি বাস,
শুধু চাইনা তোমার চোখে
আমার সর্বনাশ।
No comments:
Post a Comment