Galaxy Note 10 Screen Protector Tempered Glass,

Monday, April 30, 2018

বিশ্বের সকল দেশেই পালিত হচ্ছে আজ মহান মে দিবস

আজ পহেলা মে,মহান মে দিবস। শ্রমজীবী মেহনতী মানুষের আন্তর্জাতিক সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন। আজ থেকে ১২৭ বছর আগে ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘‘হে’’ মার্কেটে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে ঘর্মঘট আহবান করে শ্রমিকরা।
এতে প্রায় ৩ লাখ মেহনতী মানুষ অংশ নেয়। একপর্যায়ে আন্দোলনরত ক্ষুব্ধ শ্রমিকদের রুখতে মিছিলে পুলিশের এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। দাবি আদায়ের জন্য সেদিন শ্রমিকদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল শিকাগোর রাজপথ। সাথে সাথে মৃত্যু বরণ করেছিল ১০জন শ্রমিক।
আন্দোলনে অংশ নেয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হয় গ্রেফতারকৃত ৬ শ্রমিককে। কারাগারে বন্দিদশায় এক শ্রমিক নেতা আত্নহনন ও করেন।
শ্রমিকদের এই আত্নত্যাগ ও রক্তস্নাত ঘটনার মধ্য দিয়ে দৈনিক কাজের সময় ৮ ঘন্টা প্রতিষ্টার সংগ্রামের ঐতিহাসিক বিজয় হয়।
শ্রমিকদের আত্নত্যাগের বিনিময়েই সেদিন মালিকরা স্বীকার করে নিয়েছিল শ্রমিকরাও মানুষ। তারা যন্ত্র নয়,তাদেরও বিশ্রাম,আনন্দ ও বিনোদনের প্রয়োজন রয়েছে।
১৯৮৯ সালে ফ্রান্সের প্যারিসে দ্বিতীয় আত্নর্জাতিক শ্রমিক সম্মেলনে দিবসটিকে ‘‘মে দিবস’’ হিসেবে পালনের সিদ্ধামত্ম হয়। সেই থেকে বিশ্বব্যাপী দিনটি মহান মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বিশ্বের সকল দেশেই পালিত হচ্ছে আজ মহান মে দিবস। আজ বিশ্বব্যাপী সরকারি ছুটির দিন। মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন, র‌্যালি, সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেছে।
সব কিছুই হবে কিন্ত আমাদের দেশের শ্রমিকদের ন্যায্য মজুরী আর অধিকার যা আজও পুর্ন প্রতিষ্ঠা পায়নি, তাই হয়তো রয়ে যাবে বরাবর আগের মতোই।
আমরা চাই অন্যান্য উন্নত দেশের মতো আমাদের দেশে সকল পেশার সকল শ্রমিকদের উপযুক্ত বেতন ধার্য্য করে তাদের যথাযথ বেতন ভাতা সহ নানা অধিকার আদায়ের মাধ্যমে সার্বিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হউক আজকের এই মহান দিনে। তাহলেই জাতিয় ভাবে মে দিবস আমাদের দেশে স্বার্থক হবে।


No comments:

Post a Comment