Galaxy Note 10 Screen Protector Tempered Glass,

Monday, April 30, 2018

এই প্রকৃতি যেন মনে করিয়ে দেয় কিছু মানুষের ভালবাসার কথা।

এই প্রকৃতি যেন মনে করিয়ে দেয়
কিছু মানুষের ভালবাসার কথা।
এই বৃষ্টি ভেজা দিনে,কারো হাতে হাত রেখে
হাজারো স্বপ্ন জাল বোনা।
প্রকৃতি যেন ফিরে ফিরে অাসে
না ফেরা তুমি,অাছো গহীনে মিশে।
তুমি তোমাতে মিশে, অামি একা,
প্রকৃতির সাথে হয়ে যায় বার বার দেখা।
শুধু বাকি থাকে, না বলা কথা।


No comments:

Post a Comment